বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ৩ হাজার তালের বীজ রোপন করা হয়েছে। আজ ১০ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন, একাডেমী ভবন, ছাত্র ও ছাত্রী হোস্টেলসহ ইনস্টিটিউট ক্যাম্পাসের প্রায় ১০০ একর এলাকা জুড়ে এ তাল বীজ রোপন করা হয়।
এসময় ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ ড. মো. আহসান উল্লাহ, প্রশিক্ষক মো. আব্দুর রেজ্জাক, সেলিনা পারভিনসহ ইনস্টিটিউটের ৫ শতাধিক শিক্ষার্থী এবং কর্মকতা-কর্মচারী এ তাল গাছের বীজ রোপনে অংশ নেয়।
ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা এসময় নিজের হাতে কোদাল দিয়ে মাটি খুড়ে তালের বীজ বোপন করেন। এতে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী ৫ থেকে ৭টি করে তাল বীজ সংগ্রহ করে ইনস্টিটিউটে নিয়ে আসেন।