“মুজিব বর্ষে সোনার বাংলা, ছড়ায় নতুন স্বপ্নাবেশ। শিশু হাসি আনবে বয়ে, আলোর পরিবেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমী যৌথ আয়োজনে সোমবার (১৬ মার্চ) সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্বাবধানে চিত্রাংকনে পৃথক তিনটি এবং রচনায় দুইটি গ্রুপে জেলা শহরের অর্ধশতাধিক শিশু অংশ নেয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।