শেরপুরে আর্তমানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত শহরের থানারোড নবীনগর বাস স্ট্যান্ড সংলগ্ন কসমো গ্রুপের (মার্শাল কয়েল) ময়মনসিংহ বিভাগের ডিপো ও জোনাল অফিস হাজী ছামিদুল এন্টারপ্রাইজে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন হায়দার মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে ও কসমো গ্রুপের সৌজন্যে গাইনি রোগ বিশেষজ্ঞ ডাঃ রাবেয়া আক্তার আখি ও শিশু, মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাঃ মাসুদ রানা এসময় প্রায় পাচঁ শতাধিক দুঃস্থ অসহায় রোগী দেখেন ও বিনামূল্যে প্রায় ৫০ হাজার টাকার ওষুধ বিতরণ করেন।
এসময় অন্যানের মধ্যে জোনাল সেল্স ম্যানেজার রিপন দে, হাজী ছামিদুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেখ আব্দুল বারী, টেরিটরী সেল্স অফিসার মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।