শেরপুরে ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকা থেকে একটি সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করে র্যাব ১৪।
র্যাব-১৪ ( সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ২৩ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে সাকিব (২০) ও একই গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ওয়াজেদ আলী (২০)।
র্যাব জানায়, শুক্রবার বিকেলের দিকে সদর উপজেলার ডাকপাড়া ব্যাঙের মোড় র্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাসী করছিল। চলন্ত একটি সিএনজিকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে র্যাব। এসময় তল্লাসী করলে ওই সিএনজিতে রাখা ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে সাকিব ও ওয়াজেদকে গ্রেফতার করা হয়। পরে শেরপুর সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৯০ হাজার টাকা।
র্যাব-১৪ ( সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ওই দুই কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ংকর ক্ষতিকর। অপরাধ দমনে র্যাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।