শেরপুরে ইটভাটা শ্রমিক গুডুল মিয়া (২৫) নামে এক সন্তানের জনক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সোমবার রাতে তাঁতালপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুডুল মিয়া সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবর কান্দাগ্রামের মৃত আব্দুল বাশারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাঁতালপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে নুরুন্নাহারকে বাজিতখিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে গুডুল মিয়া ৫/৬ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে গুডুল স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিল।
গুডুলের স্ত্রী নুরুন্নাহার বলেন, সে (গুডুল) একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো এবং মাঝে মধ্যে সে গাঁজা সেবন করতো। এনিয়ে আমার সাথে তার প্রায় ঝগড়া কলহ লেগে থাকতো। সোমবার বিকেলে তার সাথে আমার ঝগড়া হয়। পরে সে বাড়ি থেকে বের হয়ে সবার অজান্তে সোমবার রাতেই বাড়ির পাশে একটি আম গাছের ডালে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এদিকে খবর পেয়ে সদর থানার এসআই (উপ-পরিদর্শক) মিঠু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে গুডুলের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।