প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে শেরপুর সদর উপজেলায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুম কল-কল্ললে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিববুর রহমান। এসময় সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বয়োজিত হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ইমাম সমিতি’র নেতৃবৃন্দ এবং উপজেলার প্রায় ৫০ জন ইমাম উপস্থিত ছিলেন।
সম্মেলনে সদর উপজেলা শ্রেষ্ঠ ইমাম বাছাইয়ে প্রাথমিক প্রক্রিয়ায় উপজেলার ২০ জনকে বাছাই করা হয়। পরবর্তিতে পর্যায়ক্রমে একজনকে উপজেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে বছাই করা হবে। সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলার চেয়ারম্যান বক্তব্যে বলেন, দেশে জঙ্গীবাদ রুখতে ইমামদের ভূমিকা রয়েছে। সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।