You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে প্রধান তথ্য কমিশনারের মতবিনিময়

শেরপুরে তথ্য অধিকার আইন,২০০৯ বাস্তবায়ন জোরদার করণের লক্ষ্যে গঠিত জেলা উপদেষ্টা কমিটির সাথে মতবিনিময় করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো: গোলাম রহমান । তিনি আজ মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় এ মতবিনিময় সভা করেন।

জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় অংশগ্রহনকারীদের মাঝে তথ্য অধিকার আইন,২০০৯ এর বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন তিনি।

এসময় অন্যানের মধ্যে পুলিশ সুপার রফিকুল হাসান গণি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কৃষি অধিদপ্তরের উপপরিচালক আশরাফ উদ্দিন , ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. সেলিমসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আইনজীবি বারের সভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,মহিলা পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার কামাল সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!