You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে প্রধান জামাতের জন্য প্রস্তুত পৌর ঈদগাহ মাঠ

শেরপুরে প্রধান জামাতের জন্য প্রস্তুত পৌরপার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠ। শেষ মুহূর্তে এখন চলছে শোভা বৃদ্ধির কাজ। ছামিয়ানা টানানো শেষে এভন চলছে পরিষ্কার পরিচ্চ্ছন্নতার কাজ। এই মাঠেই ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। শেরপুর শহরের সকল ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শেরপুর শহরের বেশিরভাগ ঈদগাহেই ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল ৯ টায়। মাইসাহেবা ঈদগাহ মাঠ, বাগরাকসা কাজিবাড়ী ঈদগাহ মাঠ ও ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়। তেরা বাজার মাদ্রাসা ঈদগাহ মাঠ, কসবা ঈদগাহ মাঠে সকাল ৯টায়। চাপাতলী পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়।

এদিকে নবীনগর মাদ্রাসা মাঠ, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল ৯টায়। শীতলপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়। ঢাকল হাটি ঈদগাহ মাঠে ৯টায়। কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠ, কসবা কাঠঘর ঈদগাহ মাঠ ও খোয়ারপাড় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়। মীরগঞ্জ ঈদগাহ মাঠে সকাল ৯টায়। দিঘিরপাড় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়। নতুন বাসস্ট্যান্ড মারকাজ মসজিদে সকাল ৯টায়।

এছাড়া মোবারকপুর কাইনাপাড়া ঈদগাহ মাঠ, মোবারকপুর নয়াপাড়া, দক্ষিণ মোবারকপুর ঈদগাহ মাঠ, দক্ষিণ নবীনগর ঈদগাহ মাঠ, বাটারাঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়। গৌরীপুর ঈদগাহ মাঠ, কসবা মাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায়। সজবরখিলা জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৯টায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!