শেরপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার রাতে শহরের থানামোড় বঙ্গবন্ধু স্কয়ারে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে এ জন্মদিন পালিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ।এতে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর সদর আসনের ৪ বারের নির্বাচিত সাংসদ হুইপ আতিউর রহমান আতিক উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বাদশা ,জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল , সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা , জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আছে বলেই দেশের এই অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবকাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান এবং জাতীয় ঐক্যের নামে গড়ে তুলা জনবিচ্ছিন্ন নেতাদের প্রতিরোধ করার ঘোষনাও দেন ।
পরে আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন উপলক্ষ্যে ৭২ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিবসের শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ।
এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।