শেরপুরের নালিতাবাড়ীতে শ্মশান কালীমাতার মন্দিরে প্রতিমা ভাঙচুর এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার ইস্কন মন্দিরে আলোচনা সভায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু যুব মহাজোট, শেরপুর জেলা শাখার আয়োজন বুধবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইস্কন মন্দিরের সেবক অপূর্ব জগন্নাথ দাস, আয়োজক সংগঠনের উপদেষ্টা প্রিয়তোষ কুমার সরকার, সভাপতি সুবীর কুমার দে, সাধারণ সম্পাদক গঙ্গেশ্বর মিত্র, জ্যেষ্ঠ সহসভাপতি সুশীল চন্দ্র দে, সহসভাপতি সৌমিত্র দে, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ দাস, যুব মহাজোটের সাধারণ সম্পাদক অনিক বণিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। অনেকের ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বক্তারা সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের শতাধিক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা ও পালপাড়া এলাকায় মহাশ্মশান কালীমন্দির ও খালভাঙ্গা সর্বজনীন কালীমন্দিরে থাকা দুটি প্রতিমা ভেঙে ফেলে। এঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে অঞ্জন পাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নালিতাবাড়ী থানায় গত সোমবার মামলা করেছেন। তবে গতকাল বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে জানিয়েছেন নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।