প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেরপুরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপাল জিউর মন্দির চত্বরে দুর্গামাতার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। পরে শহরের আড়াইআনী পুকুরে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ওই সময় উলুধ্বনি, ঢাকের বাদ্যি, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতিতে সেখানে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে আড়াইআনী পুকুর ও আশপাশের এলাকায় হিন্দু পূন্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়।
এদিকে প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পঙ্কজ কুমার পাল, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভাকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেরপুরে এবার ১৪৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।