শেরপুরের স্টেডিয়াম মার্কেট ও নয়আনী বাজার পেঁয়াজের আড়তে বৃহস্পতিবার (৩ অক্টোবর ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নয়আনী বাজার এলাকার ব্যবসায়ী মো. ইদ্রিস মিয়াকে দোকানে মূল্য তালিকা না রাখার অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৩৯ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয় ।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পেঁয়াজের পাইকারী আড়ত ও খুচরা দোকান পরিদর্শন করেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে তা ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার খুচরা পেঁয়াজ বিক্রেতা মুনতাজ আলী বলেন, তিনি দুই দিন আগে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। এখন ৯০ টাকা কেজি দরে বিক্রি করছেন। পাইকারী আড়তে দাম কমালে আমরাও কম দামে পেঁয়াজ বিক্রি করবো। খুচরা পেঁয়াজ বিক্রেতা সিদ্দিক মিয়া বলেন, তিনি সকাল ১১টার দিকে স্টেডিয়ার মার্কেটের পাইকারী আড়ত থেকে ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। এখন বাছাই করা পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে এবং সাধারণ মানের পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন।