শেরপুরে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। আজ ভোর রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
জানাগেছে, আজ বুধবার ভোরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে অজ্ঞাত এক যুবক মারা গেছে। এসময় জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আরিফুল হকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবী করেছে। আহত চার পুলিশ সদস্য শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোন তথ্য বা বক্তব্য পাওয়া যাইনি ।