শেরপুরে জেলা পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনে বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে (২১ সেপ্টেম্বর) শনিবার ভোর পর্যন্ত মাদকসহ ১৫টি বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।
এসময় আটককৃতদের কাছ থেকে ৯৪৫ গ্রাম গাঁজা, ৪১০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় শুক্রবার থেকে সারা জেলায় সপ্তাহব্যাপী এ বিশেষ অভিযান শুরু হয়েছে।