সারাদেশের ন্যায় চলমান অভিযানের অংশ হিসেবে এবার শেরপুরেও পাচঁ হাজার লিটার মজুদকৃত সয়াবিন জব্দ করা হয়েছে।
সদর উপজেলার গাজীর খামার বাজারের সাথী ষ্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুইটি গোডাউন ও বাসা থেকে এ সয়াবিনগুলো জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অবৈধভাবে তেল মজুদ ও বেশী দামে বিক্রির দায়ের ওই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে এ দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে সাথী ষ্টোরের মালিক আবু সায়েম সাথী’র বাসা ও দুইটি গুদাম থেকে কার্টুন ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে তিন মাসে আগের মূল্য লেখা রয়েছে।
তবে মূল্যের সিল কৌশলে উঠিয়ে নতুন মূল্য নির্ধারণ করে প্রতি লিটার সয়াবিন দুই’শ থেকে দুই’শ দশ টাকা মূল্যে বিক্রি করছেন ওই দোকানী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি ও অবৈধভাবে মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত পাঁচ হাজার লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মাঝে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।