বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুরে ৬দিন ব্যাপী বাংলাদেশ যুব গেমসের সমাপ্তি হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকল ইভেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠি হয়। এসময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খেলা উপভোগ করেন।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যুব গেমস পরিচালনা কমিটির সমন্বয়ক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, কর্ণেল এসএম মেহেদী হাসান আল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সকল ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপের মাঝে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নিয়ম অনুযায়ী প্রাইজমানি তুলে দেয়া হয়। পরে সন্ধ্যায় আকাশে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।