You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে পথচারীদের জন্য দৈনিক পত্রিকার বোর্ড উদ্বোধন

শেরপুরে ভ্রাম্যমান পথচারীদের সংবাদ ক্ষুধা মিটানোর তাগিদে এবং “এসো সুন্দর শেরপুর গড়ি ” এই স্লোগানকে অন্তরে ধারণ করে পথচারী  সংবাদ পাঠকদের জন্য দৈনিক পত্রিকার স্থায়ী বোর্ডের উদ্বোধন করা হয়েছে। ব্যতিক্রমধর্মী সামাজিক এ উদ্যোগটি গ্রহন করেছে এসএসসি ৯৯ ব্যাচ শেরপুর নামের এক সামাজিক সংগঠন ।

ইংরেজি নববর্ষের প্রথম দিনে শহরের ব্যাস্ততম স্থান টাউনহল মার্কেটের সামনে স্থানীয় ঐতিহ্যবাহী বান্থিয়া বিল্ডিং এ সোমবার বেলা ১১ টার দিকে এ বোর্ডটি উদ্বোধন করেন শেরপুর ‍পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ।

এসময় সংগঠনটির আহবায়ক মনিরুজ্জামান মানিক , পত্রিকা বোর্ড স্থাপন উপ কমিটির ফয়সাল আল হোসাইন লেলিন, রাজিব দাস সুমন, ময়নূল হক বাপ্পী সহ এসএসসি ৯৯ ব্যাচ শেরপুরের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!