নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে শেরপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য ও দিকনির্দেশনা সম্বলিত এই সচেতনতামূলক লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের নিকট এর প্রয়োজনীয়তা ও সচেতনতা কার্যক্রমে সবার ভূমিকা সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।