নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বেলা এগারটায় জেলা কালেক্টরেট ভবন থেকে একটি শোক মিছিল বের করা হয়। এর আগে জেলা কালেক্টরেট ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এর পরেই জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সাবেক এমপি ফাতেমাতুজ্জুহরা শ্যামলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করা হয়।
পরে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি