শেরপুরে নানা আয়োজনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট শেরপুরের উপ-পরিচালক শামীম আহমেদ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহার সঞ্চালনায় অন্যান্যে মধ্যে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো. দুলাল মিয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন অতিথিরা।
এছাড়াও জেলার নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।