মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশনসহ নানা আয়োজনে মধ্য দিয়ে শেরপুরে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
এদিকে বর্ষবরণ উপলক্ষে শহীদ দারোগ আলী পার্কে দিন ব্যাপী লোকজ মেলা, কারাগারে কারাবন্দীদের অংশগ্রহণে নাটক প্রদর্শনী ও ইনডোর স্টেডিয়ামে ইফতার মাহফিল ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশিত হয়।