বাংলা নববর্ষ বরণে শেরপুরে পহেলা বৈশাখে ১৪ এপ্রিল শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম জিয়াউল ইসলাম ,পুলিশ সুপার রফিকুল ইসলাম গনি,পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
গ্রামীণ ঐতিহ্যবাহী পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং বাংলার বাঘ সহ বিভিন্ন মুখোশ পড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোররা বাদ-বাজনা সহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে কালেক্টরেট চত্বরে অংশগ্রহণকারি সকলকে দই-চিড়া, রসগোল্লা দিয়ে আপ্যায়িত করা হয়।
শোভাযাত্রা শুরুর আগে স্টেডিয়াম মাঠে স্থাপিত বর্ষবরণ মঞ্চে জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন। নববর্ষবরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচী পালন করে।