শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিককে হারিয়ে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। জয়ী হবার পর সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু পৌর শহরের বিভিন্নস্থানে কুশল বিনিময় করেন।
এদিন, নতুন বাসস্ট্যান্ড, বাগরাকসা, তিনানী বাজার, খরমপুর, নিউ মার্কেটসহ পৌরসভার বিভিন্নস্থানে সাধারণ মানুষদের সাথে তিনি কুশল বিনিময় করেন।
এসময় ছানু জানান, শেরপুরে রেললাইন নেই, মেডিকেল কলেজ নেই, পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। দীর্ঘদিনেও এগুলো হয়নি, অথচ অন্যান্য জেলার থেকে অনেক পিছিয়ে আছে শেরপুর জেলা। আমি এসব শেরপুরে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো। আমি মনে করি, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেরপুরবাসীর জন্য এসব উপহার দিবেন। এছাড়া আমি স্মার্ট শেরপুর বিনির্মাণে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
উল্লেখ্য, ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লাখ ৩৬হাজার ৯৩ভোট। আর আতিউর রহমান আতিক ভোট পেয়েছেন ৯৩হাজার ৩৭ভোট।