শেরপুরে প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। সর্বশেষ শনিবার (২৪ এপ্রিল) প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ৭ জন আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ পাওয়া এই রিপোর্ট অনুযায়ী, শেরপুর সদর উপজেলাতেই সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় মোট ৬৮৪ জন আক্রান্ত, ৬২১ জন সুস্থ হয়েছেন এবং ১৪ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জন।
শেরপুরে গত ২৪ ঘন্টায় ভ্যাক্সিন ১ম ডোজে ৬৯ জন এবং ২য় ডোজে ৭৪৭ জন ভ্যাক্সিন নিয়েছেন।
জেলায় ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত প্রথম ডোজে ৩৩ হাজার ৫৬২ জন এবং দ্বিতীয় ডোজে ৮ হাজার ৬০৯ জন। মোট ৪২ হাজার ১৭১ জন টিকা নিয়েছেন।