২০২১-২০২২ অর্থবছরে ঘোষনাকৃত ২৭১৬ টি নতুন এমপিও ভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেরপুর জেলায় মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে।
এর মধ্যে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নকলা উপজেলার পিসলাকুড়ি জুনিয়র হাইস্কুল, নালিতাবাড়ী উপজেলার আলহাজ্ব আব্দুল খালেক জুনিয়র স্কুল ও শহীদ স্মৃতি জুনিয়র হাই স্কুল, ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর জুনিয়র হাইস্কুল ও গান্ধিগাও জুনিয়র হাইস্কুল রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নকলা উপজেলার কায়দা আর্দশ হাইস্কুল, নালিতাবাড়ী উপজেলার খলভাংগা মকবুল হোসেন হাইস্কুল ও ঝিনাইগাতী উপজেলার শালচূড়া হাইস্কুল রয়েছে। তবে উচ্চমাধ্যমিক বিদ্যালয় হিসেবে নতুন এমপিও ভূক্তির তালিকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই ।
উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে নতুন হওয়া এমপিও ভূক্ত প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে শেরপুর সদর উপজেলার নিজাম উদ্দিন মডেল কলেজ, নালিতাবাড়ী উপজেলার হাজী নূরল হক নন্নী পুড়াগাওঁ মৈত্রী কলেজ ও শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া মালেকুন্নেচ্ছা হযরত আলী কলেজ ।
ডিগ্রি কলেজ হিসেবে নকলা উপজেলার চন্দ্রকোণা কলেজ ও শেরপুর সদর উপজেলার ডা: সেকান্দার আলী কলেজ তালিকা ভূক্ত হয়েছে।
এইচ এসসি বিএম শাখায় জেলার শ্রীবরদী উপজেলার পুস্প কানন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ , হালিমা আহসান বিএম ইনিস্টিটিউট, শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ, নালিতাবাড়ী উপজেলার আদর্শ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শেরপুর সদর উপজেলার কসবা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনিস্টিটিউট নতুন ভাবে এমপিও ভুক্ত হয়েছে।
এদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে শেরপুর জেলার কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নাম তালিকাভূক্ত হয়নি তবে ভোকেশনাল এস এস সি বিভাগে জেলার শ্রীবরদী উপজেলার শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এমপিও ভুক্ত তালিকায় রয়েছে ।
এদিকে সারাদেশে নতুন এমপিওভুক্তির জন্য ২ হাজার ৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের এমপিও জুলাই মাস থেকে কার্যকর হবে। বুধবার এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, নির্বাচিত ২ হাজার ৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতার ২ হাজার ৫১টি স্কুল ও কলেজ আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৬৫টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপিওভুক্তির তালিকায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।