শেরপুরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের বটতলা কালিরবাজারস্থ ‘শ্যামলবাংলা২৪ডটকম অফিসে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি, শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ও মেরাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাবের সহসভাপতি এসএম শহিদুল ইসলাম ও নির্বাহী সদস্য মহিউদ্দিন সোহেল।
শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান বাদল, সুমন কুমার দে, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও শ্যামলবাংলা২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান প্রমুখ।
ওইসময় এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এ্যাডভোকেট মোহাম্মদ তাজুমুল ইসলাম, এ্যাডভোকেট মানস চক্রবর্তী অংকন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি মো. মারুফুর রহমান ফকির, আজকের পত্রিকা ও নিউজ২৪ টিভি’র জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশে’র জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ আব হেলাল, গণজাগরণের স্টাফ রিপোর্টার মো. ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত দে, আমার বার্তা’র জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম, স্বাধীন মতের জেলা প্রতিনিধি হৃদয় হাসান, গণমুক্তি’র জেলা প্রতিনিধি আনোয়ার সরকার জালালসহ শেরপুরের বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক আজকের দর্পণের সাফল্য কামনা করেন। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু রায়হান সিদ্দিকী।
আজকের দর্পণের শেরপুর প্রতিনিধি মো. নাজমুল হোসাইন ও নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি নেকরেক কেয়া আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দৈনিক আজকের দর্পণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।