“চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এই শ্লোগানে সারা দেশের ন্যায় শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালিত হয়েছে। পরিবর্তন চাই শেরপুর জেলা শাখার আয়োজনে আজ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে শহরের কালেক্টরেট চত্বরে বিতার্কিক এমদাদুল দল হক রিপনের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় জেলা প্রশাসকের প্রতিনিধি মেজবাউল আলম ভূইঞা, পরিবর্তন চাই শেরপুর জেলা শাখার সমন্বয়ক মনিরুজ্জামান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও শপথ শেষে শহরের ডিসি উদ্যান, নিউমার্কেট, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে ৩শতাধিক সেচ্ছাসেবক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন।