শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার (২১ ডিসেম্বর) রাতে সাপমারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক সেবনকারীকে আটক করেছে।
আটককৃতরা হলো, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চরসাপমারী নয়আনীপাড়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ ভট্রু মিয়া (৪৫), ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া এলাকার মৃত কামির উদ্দিনের ছেলে মোঃ রসুল মিয়া (২৫)। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবির ওসি মোঃ মোখলেছুর রহমানের নির্দেশে উপ-পরিদর্শক এসআই মাজহারুল ইসলাম এএসআই ফরহাদ, রাজ্জাক, সফিক সঙ্গীয় ফোর্সসহ কামারিয়া ইউনিয়নের সাপমারী এলাকায় রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে দুই গাঁজা সেবনকারীকে আটক করে।
এ ব্যাপারে ডিবির ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, আটককৃত গাঁজা সেবনকারীদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।