বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিভিন্ন মন্দির, পূজামন্ডপে, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করা হয়। সেইসঙ্গে রাতে শহরের অর্ধশত ম-পে শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।
রোববার সন্ধ্যায় সকল কিছু থেকে অশুভ দূর করার ও আঁধার থেকে আলোর পথে চলার প্রত্যয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় শহরজুড়ে ঢাক-ঢোল বাজানো এবং পটকা ও আতশবাজি পোড়ানো হয়।
এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় শহরের নয়আনী বাজার এলাকার মা ভবতাঁরা কালিমন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা।