শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে ডপস সদস্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের গৌরীপুরস্থ ডপস মেস-১ প্রাঙ্গনে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ডপস সদস্যদের লেখা পড়ায় উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে তাদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া, বিএসপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, এনজিও বিষয়ক কর্মকর্তা গোলাম মোস্তফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত ডপস শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন ও সন্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের লেখাপড়ায় অনুপ্রাণিত করা হয়। শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করতে নিজেদের প্রত্যয় ব্যক্ত করে। সব শেষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।