শেরপুর জেলায় তাঁত শিল্পের উন্নয়নে স্থানীয় তাঁতী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো ও কোচ সম্প্রদায় তাঁতীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সভায় জেলা প্রশাসক বিলুপ্ত প্রায় আদিবাসী তাঁতকে আবারও জাগিয়ে তুলতে নানা পরিকল্পনা গ্রহনসহ সদর উপজেলার পল্লীতে গড়ে উঠা জামদানী তাঁতীদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জামদানি তাঁতি ও আদিবাসী তাঁতিরা উপস্থিত ছিলেন।