শেরপুর জেলায় তরুণ বেকারদের উদ্যোগক্তা বানাতে ও তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নানামুখী কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন কোম্পানীর পরিচালক (অপারেশন) দিপঙ্কর দেবনাথ দিপু।
তিনি জানান, বেকার সমস্যা দুরীকরণে ইতোমধ্যেই এক্সিলেন্ট ওয়ার্ল্ড শেরপুর জেলায় কাজ শুরু করেছে। এই কোম্পানীতে বেকার তরুণরা যোগদান করে তাদের পণ্য বিপনন কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে জেলার নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা সাহাপাড়া মহলায় কোম্পানীর অর্গানিক পণ্য বিক্রয়ের জন্য একটি শো রুম খোলা হয়েছে। এ কোম্পানীর প্রাকৃতিক অর্গানিক পণ্য সরবরাহ ও বিপনন করে সুব্রত দেবনাথ, প্রেমোদ সাহা, পুলক সাহা ও লিমন পাল সেলস অফিসারের পদ মর্যাদা পেয়েছেন। যা বেকার সমস্যা সমাধানে কার্যকরী ভুমিকা রাখছে।
তিনি আরো জানান, শহরের তরুণ ব্যবসায়ী সত্যজিত সাহা রণির প্রতিনিধিত্বে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য সরবারহ ও বিপনন করা হচ্ছে। তার সাথে আরো যুক্ত হয়েছেন ডাঃ আব্দুল হামিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ মশিউর রহমান বাবলু। পর্যায়ক্রমে জেলার সব জায়গায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড কোম্পানীর কার্যক্রম চালু করা হবে বলে জানান তরুণ পরিচালক দিপঙ্কর দেবনাথ দিপু।