শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত । আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুনের নেতৃত্বে শেরী মৃগী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এ ড্রেজার মেশিনটি ধবংস করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায় , ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ ফারুক আল মাসুদ পৌর সভার অষ্টমীতলা এলাকার শেরী মৃগী নদীতে একটি মহল অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনা স্থলে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অগ্নি সংযোগ করে ধ্বংস করে।
এসময় ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।