You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন

শহর প্রতিবেদক : শেরপুরে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিমের নেতৃত্বে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গন শহীদ দারোগ আলী পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক উপস্থিত অতিথিদের নিয়ে শান্তির পায়রা কবুতর উড়িয়ে মেলা আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষনা করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকার শেরপুরের উপ-পরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম , বিশেষ অতিথিদের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম জিয়াউল ইসলাম , শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ এস এম নরুল ইসলাম হিরু সহ প্রমুখ। মেলায় জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!