শহর প্রতিবেদক : শেরপুরে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিমের নেতৃত্বে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গন শহীদ দারোগ আলী পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক উপস্থিত অতিথিদের নিয়ে শান্তির পায়রা কবুতর উড়িয়ে মেলা আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষনা করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকার শেরপুরের উপ-পরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম , বিশেষ অতিথিদের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম জিয়াউল ইসলাম , শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ এস এম নরুল ইসলাম হিরু সহ প্রমুখ। মেলায় জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।