শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত তিন শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে শহরের মির্জাপুর-তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত বাবা-ছেলে নালিতাবাড়ীর রাজনগর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১০)। তবে, তাৎক্ষণিকভাবে বাকী একজনের নাম জানা যায়নি। আহতরা হলেন- একই গ্রামের আবেদ আলী মোহাম্মদ আলী (৪৫), ফুল মোহাম্মদের ছেলে হাবিব (৩৫) ও তিনানী এলাকার সুভাষ পালের ছেলে শুভ (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজিযোগে নালিতাবাড়ী উপজেলায় ফিরছিলেন যাত্রীরা। এসময় শহরের মির্জাপুর-তাতালপুর এলাকায় আসলে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরো পাঁচজন। পরে আশপাশের লোকজন দ্রুত আহতদের ঘটনাস্থল উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আরো দুইজনের মৃত্যু হয়। আর বাকী তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরো দুইজন মারা যায়। বর্তমানে হাসপাতালে আরো তিনজন ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন আশংকাজনক অবস্থায় রয়েছে। সদর থানার তদন্ত ওসি জানায়, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে, কৌশলে পালিয়ে গেছে ট্রাকের চালক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।