শেরপুরে ট্রলি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত একজন হাসপাতালে ভর্তি আছে।
রোববার সকাল সাড়ে ৯টার শেরপুর পৌরশহরের নৌহাটা এলাকার শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম নৌহাটা এলাকার হাতেম আলীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে শেরপুরগামী পণ্য বোঝাই একটি ভটভটি আরেক ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠায়। আহত একজন হাসপাতালে ভর্তি আছে। শেরপুর-ঝিনাইগাতী সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।