শেরপুরের নকলার কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে বিল্লাল হোসেন (৪২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান। শনিবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার শিববাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই এলাকার আজগর আলীর ছেলে। এদিকে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বিল্লাল হোসেনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
স্থানীয়রা জানায়, ভোরে সেহেরি খাওয়ার পূর্ব মুহূর্তে নকলা উপজেলার অন্তত চারটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বেশ কিছু ফলজ ও বনজ গাছপালাসহ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় শিববাড়ী মহল্লার ভ্যান চালক বিল্লাল হোসেনের ঘরের ওপর একটি কাঁঠাল গাছ উপড়ে পড়ে। এতে স্ত্রী ও এক শিশু সন্তানসহ সে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বিল্লাল হোসেনকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত হয় নিহতের স্ত্রী ও শিশু সন্তান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের স্বজনরা জানায়, ভোরে হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ে বয়ে যায় নকলায়। এতে শিববাড়ী এলাকায় একটি কাঁঠাল গাছ উপড়ে ঘরের ওপরে পড়লে বিল্লাল হোসেন ওই গাছের নিচে চাপা পড়ে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। হঠাৎ করেই ভোরে নকলায় কালবৈশাখী ঝড়ে বয়ে যায়। এতে বিল্লাল হোসেন নামে একজন ভ্যান চালক নিহত হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।