“মজলুম মেহনতি সাংবাদিক ঐক্য গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে এক আনন্দঘন পরিবেশে পালিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট এর আয়োজনে ও সংগঠনের সভাপতি এড. আলমগীর কিবরিয়া কামরুলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশবার্তা বিডি ডট কম প্রকাশক ও সম্পাদক, জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা মোঃ সাদুজ্জামান সাদী।
জে এন্ড এস জুটি মিলের ব্যবস্থাপক মোঃ আবু রাসেলের কোরআন তেলেওয়াত এর মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি এড আলমগীর কিবরিয়া কামরুল।
দৈনিক তথ্যধারার প্রধান প্রতিবেদক আছাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেশবার্তা বিডি ডট কম প্রকাশক ও সম্পাদক, জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা মোঃ সাদুজ্জামান সাদী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুগনিউর রহমান মনি, টেলিভিন সাংবাদিক ফোরাম শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, জাতীয় সাংবাদিক সংস্থা নকলা উপজেলা ইউনিটের সভাপতি মাওলানা মোঃ হযরত আলী, নালিতাবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি লাল মোহাম্মদ কিবরিয়া শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আহসান, ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ দুদু।
এসময় প্রধান অতিথি মোঃ সাদুজ্জামান সাদী বলেন, আজকে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জেলার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মধ্যে হোক দেশ ও মানুষের কল্যাণ। সেই সাথে জাতীয় সাংবাদিক সংস্থা আগামীতে তাদের মুখ্য উদ্দেশ্যে এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে মানুষের সেবায় এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি। এছাড়াও প্রধান অতিথি আরো বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের কার্যক্রম জেলা ও উপজেলা ইউনিটকে গতিশীল করতে এবং সংগঠনকে আরো এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক প্রথম আলো জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রেস ক্লাব ক্রীড়া সম্পাদক ও এসএ টিভি জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, ইন্ডিপেন্ডেট জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান আকন্দ, ডিবিসি জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, অগ্রযাত্রা জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, বাংলা টিভি জেলা প্রতিনিধি শাকিল মোরাদ, কলকাতা টিভি ও দৈনিক দেশেরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন, দেশবার্তা বিডি ডটকম’র প্রধান প্রতিবেদক মোঃ হামিদুর রহমান, বিশেষ প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল বাতেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আগে শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম জয়নুল আবেদীন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত ইদ্রিছ আলী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলামের অসুস্থ স্ত্রী’র আশুরোগ কামনা ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থা নকলা উপজেলা ইউনিটের সভাপতি মাওলানা মোঃ হযরত আলী। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক নৈশ্য ভোজে মিলিত হন।