সোনালী আশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে শেরপুরে। ৬ মার্চ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পাট পণ্যের স্টল প্রদর্শন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নুরল ইসলাম হিরু, শেরপুরের পাট পণ্যের উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পাট পণ্যের উপর বাউল গান পরিবেশন এবং শিল্পকলা একাডেমী মাঠে স্থানীয়ভাবে পাট পণ্যের তৈরী সামগ্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।