‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই স্লোগানে শেরপুরে প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের সহায়তায় জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ ও জেলা লাইব্রেরী এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সাংবাদিক হাকিম বাবুল, জেলা সহকারী গ্রন্থাগারিক সমিতির সভাপতি মোঃ নুরনবী, জেলা যুব রেড ক্রিসেন্টের সভাপতি ইউসূফ আলী রবিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর সরকারি কলেজের সহকারী গ্রন্থাগারিক মশিউর রহমান।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।