You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি


দেশে প্রথমবারের মতো ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কালেক্টরেট চত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি শহর প্রদক্ষিন করে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে এক আলোচনা সভায় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

এসব অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্লাব কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই খবরটির ভিডিও দেখুন এখানে ক্লিক করে

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!