শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। নিহত জলিল ওই গ্রামের দশকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। এসময় আরও তিনজন আহত হয়েছে। আজ বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় যায়, দশকাহনিয়া গ্রামে প্রতিপক্ষ লুৎফর রহমানের সাথে আব্দুল জলিলের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার দুপুরে ধান ক্ষেতের আইল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লুৎফর রহমানের লোকজনের সাথে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের কিল ঘুষির আঘাতে আব্দুল জলিল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা রাতে জেলা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার জলিলকে মৃত ঘোষণা করে। এঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।