শেরপুরে জনগণকে ‘ঘরে’ রাখার চেষ্টায় লকডাউন নিশ্চিতকরণে সামাজিক দূরত্ব বজায় রাখতে আরো বেশি তৎপর হয়ে উঠেছে জেলা প্রশাসন । বৈশ্বিক মহামারীর রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরে ঝটিকা অভিযান চালায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের নেতৃত্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত শহরের নয়ানীবাজার, খরমপুর, গোয়ালপট্টি, নিউমার্কেট, থানামোড় সহ বিভিন্ন স্থানে চালায় অভিযান । এসময় জুয়েলারী দোকান, জুতার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পথচারীদের অযথা ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া চলাফেরা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অন্তত ২০টি মামলায় ২৮ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মদ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ এবং আশরাফুল আলম রাসেলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধসহ শেরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনভাবেই জনস্বাস্থ্য বিঘ্নিত হবে এমন কোন কার্যকলাপ সংগঠিত হতে দিবোনা। যেহেতু এই শেরপুরকে লকডাউন ঘোষনা করা হয়েছে সংগত কারণেই জনস্বার্থে আমরা এখন থেকে আরো বেশি তৎপর থাকবো।