শেরপুর শহরের চকবাজার এলাকার একটি ছাত্রাবাস থেকে জঙ্গি সন্দেহে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে অভিযোগ প্রমানিত না হওয়ায় ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার রফিকুল হাসান গণির নেতৃত্বে শহরের চকবাজারের একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এসময় ৬জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি কম্পিউটার জব্দ করা হয়। এদিকে পুলিশ তদন্তের স্বার্থে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় না জানালেও আটককৃতদের দুইজনের বাড়ি শেরপুর, তিনজনের জামালপুর ও একজনের নেত্রকোনা জেলায় বলে জানায় একটি সূত্র। আটককৃতরা শেরপুর সরকারি কলেজ ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র এবং পাশাপাশি দুইজন বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন ও বাকীরা অনলাইন ভিত্তিক আউটসোর্সিং এর কাজ করেন বলে জানা গেছে।
এব্যাপারে আজ দুপুর আড়াইটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল । কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি । এই মুহুর্তে আমি একটা মিটিং এ আছি এখান থেকে গিয়েই তাদের ছেড়ে দেওয়া হবে।