‘কোটি প্রাণে মিশে, আমরা এখন ২০-এ’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে চ্যানেল আই’র ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর সোমবার বিকেলে শহরের নিউমার্কেটে বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে নারী রক্তদান সংস্থার সদস্য ও নারী ক্রিকেটার নিয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যানেল আই শেরপুর প্রতিনিধি হাকিম বাবুলের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, নাগরিক সংগঠন জনউদ্যোগ’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, প্রবাসী প্রকৌশলী মনোরঞ্জন দে, ক্যাপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, আরডিএস নির্বাহী পরিচালক নূর উদ্দিন, শারি’র সমন্বয়ক সোলায়মান আহমেদ, ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, নারী রক্তদান সংস্থার আহ্বায়ক পঞ্চমী দেব রুমা, আইডিয়াল ক্রিকেট একাডেমির নারী ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
পরে পাতাবাহার খেলাঘর আসরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়।