শেরপুরে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত। ত্বক্কা অনুষ্ঠান, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে ওয়ানগালা অনুষ্ঠিত হয়েছে।
গারো জাতিগোষ্ঠীর বিশ্বাস, ‘মিশি সালজং’ বা শস্যদেবতার ওপর ভরসা রাখলে ফসলের ফলন ভালো হয়। দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারো সম্প্রদায়ের মানুষজন এ ওয়ানগালার আয়োজন করে।