শেরপুরে একটি গাজার গাছসহ জহুরুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় মৃত মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আনসার আলীসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামে অভিযান চালিয়ে জহুরুল ইসলামের বাড়ির আঙ্গিনা থেকে একটি গাজা গাছসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।