You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ সৃষ্টির লক্ষে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন, এডিপির “আমিই পরি” শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে গ্লোবাল ক্যাম্পেইনের আওতায় জুন মোবিলাইজেশান কর্মসূচির অংশ হিসেবে শেরপুর প্রেসক্লাব ও শেরপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নাগপাড়াস্থ ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আফসার বাবুলের সভাপতিত্বে মূল আলোচক ছিলেন শেরপুর এপিসির ম্যানেজার লিমা হান্না দারিং। এসময় শেরপুর এপিসির এপিসি টিপি স্পেশালিষ্ট সুব্রত পাল, প্রোগ্রাম অফিসার বাবলি রংমা সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমিই বা আমরাই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে, নিজেদের বাড়ীতে, শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে শিশু নির্যাতন বন্ধে যদি আমরা সোচ্চার হই তবে শিশুর প্রতি সহিংসতা কমবে। তবেই আজকের শিশু আগামী দিনে আমাদের দ্বায়িত্ব নিতে পারবে।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!