নানা আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে শেরপুরে। ১৯ এপ্রিল বুধবার দুপুরে শহরের খাদ্যগুদামের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের খরমপুর মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান।
জেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়োজিত হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু প্রমূখ।