শেরপুরে কর্মজীবি মায়েদের মাতৃদুগ্ধ ভাতা প্রদান
শেরপুরে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। আজ সকাল থেকে শেরপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপকারভোগী ৩৫৭ জন কর্মজীবি মায়েদের মাঝে এই ভাতা প্রদান করা হয়।
এই কর্মসূচির আওতায় রুপালী ব্যাংকের হিসাব নম্বরে পৌর শহরের ৩টি কেন্দ্রে মোট ১ হাজার জন কর্মজীবি মায়েদের মাঝে এই ভাতা প্রদানকরা হচ্ছে।
অগ্রণী ব্যাংক কর্মকর্তা সরওয়ার হোসেন শাওন শেরপুর টাইমসকে বলেন, শেরপুর পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডে ২ বছর মেয়াদী এই ভাতা প্রদান করা হয়। প্রতি মাসে ৫শ টাকা হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর প্রত্যেককে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।